৬৩ আল-মুনাফিকুন ( المنافقون )
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَآ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ ۚوَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰۤىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ
O You who believed! Do not let your wealth and children distract you from engaging the Ẑikr of Allahh, for, whoever does that, indeed, those are the losers.
বিস্ময়কর কোরআনঃ হে তোমরা যারা বিশ্বাস এনেছিলে! তোমরা তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততির দ্বারা আল্লাহর যিকিরদের সাথে সম্পৃক্ত হওয়া থেকে বিচ্যুত হয়ো না, কেননা যে কেউ তা করে, তারাই ক্ষতিগ্রস্ত।
মুহিউদ্দীন খানঃ মুমিনগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এ কারণে গাফেল হয়, তারাই তো ক্ষতিগ্রস্ত।
Abrahamic Locution Duaa for 12 April 2023