১০৪ আল-হুমাযাহ ( الهمزة )
وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍۙ
Woe to every scorner and mocker,
বিস্ময়কর কোরআনঃ ধিক্ প্রত্যেক তাচ্ছিল্যকারী ও উপহাসকারীর জন্য,
মুহিউদ্দীন খানঃ প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,
Abrahamic Locution Duaa for 9 December 2022
ۨالَّذِيْ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗۙ
Who collected wealth and hoarded it.
বিস্ময়কর কোরআনঃ যে ধন-সম্পদ সংগ্রহ করে মজুত করেছে।
মুহিউদ্দীন খানঃ যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
Abrahamic Locution Duaa for 9 December 2022
يَحْسَبُ اَنَّ مَالَهٗٓ اَخْلَدَهٗۚ
Thinking that his wealth would enable him to enjoy eternity!
বিস্ময়কর কোরআনঃ এই ভেবে যে তার সম্পদ তাকে অনন্তকাল উপভোগ করতে সক্ষম করবে!
মুহিউদ্দীন খানঃ সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!
Abrahamic Locution Duaa for 9 December 2022
كَلَّا لَيُنْۢبَذَنَّ فِى الْحُطَمَةِۖ
Nay! He shall be discarded in the ‘Ḥuṭamah’ (the destruction)!
বিস্ময়কর কোরআনঃ না! তাকে ‘হুতামাহ’ (ধ্বংস) -এ ফেলে দেওয়া হবে!
মুহিউদ্দীন খানঃ কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।
Abrahamic Locution Duaa for 9 December 2022
وَمَآ اَدْرٰىكَ مَا الْحُطَمَةُ
And he (your ‘qareen’) did not let you know what the ‘Ḥuṭamah’ (the destruction) is!
বিস্ময়কর কোরআনঃ আর সে (তোমার ‘কারীন’) তোমাকে জানতে দেয়নি ‘হুতামাহ’ (ধ্বংস) কী!
মুহিউদ্দীন খানঃ আপনি কি জানেন, পিষ্টকারী কি?
Abrahamic Locution Duaa for 9 December 2022
نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُۙ
(It is) The man-made, dimly lit ‘fire’ that is controlled by Allahh,
বিস্ময়কর কোরআনঃ (এটি) মনুষ্যসৃষ্ট, অস্পষ্টভাবে প্রজ্জ্বলিত ‘আগুন’ যা আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত,
মুহিউদ্দীন খানঃ এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,
Abrahamic Locution Duaa for 9 December 2022
الَّتِيْ تَطَّلِعُ عَلَى الْاَفْـِٕدَةِۗ
And that is intimately familiar with the perceptions (of the misguided):
বিস্ময়কর কোরআনঃ এবং এটি (পথভ্রষ্টদের) উপলব্ধির সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত:
মুহিউদ্দীন খানঃ যা হৃদয় পর্যন্ত পৌছবে।
Abrahamic Locution Duaa for 9 December 2022
اِنَّهَا عَلَيْهِمْ مُّؤْصَدَةٌۙ
It is sealed, preventing them from escaping,
বিস্ময়কর কোরআনঃ এটি সিলগালা করে দেওয়া, যাতে তারা পালাতে না পারে,
মুহিউদ্দীন খানঃ এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,
Abrahamic Locution Duaa for 9 December 2022
فِيْ عَمَدٍ مُّمَدَّدَةٍ
In a deliberately written style!
বিস্ময়কর কোরআনঃ ইচ্ছাকৃতভাবে লিখিত ধরনে!
মুহিউদ্দীন খানঃ লম্বা লম্বা খুঁটিতে।
Abrahamic Locution Duaa for 9 December 2022