১১৪ আন-নাস ( الناس )
قُل أَعوذُ بِرَبِّ النّاسِ
Say: “I seek refuge in the lord of people,
বিস্ময়কর কোরআনঃ বলোঃ আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে,
মুহিউদ্দীন খানঃ বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,
مَلِكِ النّاسِ
the sovereign of people,
বিস্ময়কর কোরআনঃ মানুষের সার্বভৌমত্বের অধিকারী,
মুহিউদ্দীন খানঃ মানুষের অধিপতির,
إِلٰهِ النّاسِ
deity for people,
বিস্ময়কর কোরআনঃ মানুষের উপাস্যের,
মুহিউদ্দীন খানঃ মানুষের মা’বুদের
مِن شَرِّ الوَسواسِ الخَنّاسِ
from the evil of the defeatable whisperer,
বিস্ময়কর কোরআনঃ পরাভূত হয় এমন ফিসফিসকারীর অনিষ্ট থেকে,
মুহিউদ্দীন খানঃ তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,
الَّذي يُوَسوِسُ في صُدورِ النّاسِ
who whispers in the ‘breasts’ of people,
বিস্ময়কর কোরআনঃ যে মানুষের ‘অন্তরে’ ফিসফিস করে,
মুহিউদ্দীন খানঃ যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
مِنَ الجِنَّةِ وَالنّاسِ
from among Jinn and people.
বিস্ময়কর কোরআনঃ জিন ও মানুষের মধ্য থেকে।
মুহিউদ্দীন খানঃ জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।