৩ আল-ইমরান ( آل عمران )
وَكَيْفَ تَكْفُرُوْنَ وَاَنْتُمْ تُتْلٰى عَلَيْكُمْ اٰيٰتُ اللّٰهِ وَفِيْكُمْ رَسُوْلُهٗ ۗ وَمَنْ يَّعْتَصِمْ بِاللّٰهِ فَقَدْ هُدِيَ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
And how would you reject Allahh while the signs of Allahh are being recited upon you, and (while) among you is his messenger. And whoever seeks protection in Allahh, he is guided to a methodology for self-correction.
বিস্ময়কর কোরআনঃ আর কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করবে যখন তোমাদের উপর আল্লাহর নিদর্শনসমূহ পাঠ করা হচ্ছে এবং (যখন) তোমাদের মধ্যে রয়েছে তাঁর রাসূল। এবং যে কেউ আল্লাহ্র মধ্যে আশ্রয় খোঁজে, সে আত্ম-সংশোধনের একটি পদ্ধতির দিকে পরিচালিত হয়।
মুহিউদ্দীন খানঃ আর তোমরা কেমন করে কাফের হতে পার, অথচ তোমাদের সামনে পাঠ করা হয় আল্লাহর আয়াত সমূহ এবং তোমাদের মধ্যে রয়েছেন আল্লাহর রসূল। আর যারা আল্লাহর কথা দৃঢ়ভাবে ধরবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে সরল পথের।
Abrahamic Locution Duaa for 16 June 2023
وَاَمَّا الَّذِيْنَ ابْيَضَّتْ وُجُوْهُهُمْ فَفِيْ رَحْمَةِ اللّٰهِ ۗ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
As to those whose outlooks are pristine, uncorrupted, (they are) then in Allahh’s mercy, in it, in their daze
বিস্ময়কর কোরআনঃ অতঃপর যাদের দৃষ্টিভঙ্গি অকৃত্রিম, অকলুষিত, (তারা) তখন আল্লাহর রহমতে, তার মধ্যে, তাদের গভীর ঘুমের আগে আংশিক অচেতনের সময়কালে
মুহিউদ্দীন খানঃ আর যাদের মুখ উজ্জ্বল হবে, তারা থাকবে রহমতের মাঝে। তাতে তারা অনন্তকাল অবস্থান করবে।
Abrahamic Locution Duaa for 16 June 2023
لَيْسُوْا سَوَاۤءً ۗ مِنْ اَهْلِ الْكِتٰبِ اُمَّةٌ قَاۤىِٕمَةٌ يَّتْلُوْنَ اٰيٰتِ اللّٰهِ اٰنَاۤءَ الَّيْلِ وَهُمْ يَسْجُدُوْنَ
They are not all the same: Among the cohorts of the scripture is a community restoratively reciting the signs of Allahh, throughout the night, while they submit (to the proper engagement)
বিস্ময়কর কোরআনঃ তারা সবাই এক নয়: কিতাবের দলগুলির মধ্যে এমন একটি সম্প্রদায় রয়েছে যারা নিজেদের পুনুরুদ্ধারমূলক ভাবে আল্লাহর নিদর্শনসমূহ পাঠ করে থাকে, রাতভর, এবং তারা (সঠিকভাবে নিয়োজিত হওয়ার প্রতি) আত্মসমর্পণ করে।
মুহিউদ্দীন খানঃ তারা সবাই সমান নয়। আহলে কিতাবদের মধ্যে কিছু লোক এমনও আছে যারা অবিচলভাবে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং রাতের গভীরে তারা সেজদা করে।