৬০ আল-মুমতাহানা ( الممتحنة )
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَاۚ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
Our Lord! Do not subject us to trials (at the hands) of those who rejected, and grant us reconnect with you, our lord! You are, indeed, the unassailable, the source of linguistic discernment.
বিস্ময়কর কোরআনঃ আমাদের পালনকর্তা! আমাদেরকে প্রত্যাখ্যানকারীদের (হাতে) পরীক্ষা-নিরীক্ষার সম্মুখীন করবেন না, আমাদের পালনকর্তা! আমাদেরকে আপনার সাথে পুনরায় সংযুক্ত করার সুযোগ দিন। আপনি নিঃসন্দেহে অপ্রতিরোধ্য, ভাষাগত বিচক্ষণতার উৎস।
মুহিউদ্দীন খানঃ হে আমাদের পালনকর্তা! তুমি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করো না। হে আমাদের পালনকর্তা! আমাদের ক্ষমা কর। নিশ্চয় তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
Abrahamic Locution Duaa for 9 March 2023
يا أَيُّهَا الَّذينَ آمَنوا لا تَتَوَلَّوا قَومًا غَضِبَ اللَّهُ عَلَيهِم قَد يَئِسوا مِنَ الآخِرَةِ كَما يَئِسَ الكُفّارُ مِن أَصحابِ القُبورِ
O You who believed! Do not ally yourselves with a community against whom Allahh targets his wrath: They have despaired of the delayed, diligent understanding (of scripture) like the deniers have despaired of the companions of the graves.
বিস্ময়কর কোরআনঃ হে তোমরা যারা বিশ্বাস এনেছিলে! নিজেরা এমন সম্প্রদায়ের সাথে মিত্রতা করো না যাদের উপর আল্লাহ তার ক্রোধের লক্ষ্য করেছেন: তারা বিলম্বিত, পরিশ্রমী উপলব্ধি (কিতাবের) থেকে নিরাশ হয়েছে যেমন অস্বীকারকারীরা কবরের সঙ্গীদের থেকে নিরাশ হয়েছে।
মুহিউদ্দীন খানঃ মুমিনগণ, আল্লাহ যে জাতির প্রতি রুষ্ট, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। তারা পরকাল সম্পর্কে নিরাশ হয়ে গেছে যেমন কবরস্থ কাফেররা নিরাশ হয়ে গেছে।