৬২ আল-জুমুআহ ( الجمعة )
هُوَ الَّذِيْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِيْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ
He is the one who sent among the “Ummis” (those without knowledge of the book) a messenger from among them, reciting upon them his signs, and he (Allahh) purifies them and teaches them the message of the scripture and the ‘Hikmah’ (instruments for extracting evidence), even as they were before that in manifest aberration,
বিস্ময়কর কোরআনঃ তিনিই সেই যিনি উম্মীদের মধ্যে (যাদের কিতাব সম্পর্কে জ্ঞান নেই) তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, সে তাদের উপর তাঁর নিদর্শনাবলী পাঠ করে এবং তিনি (আল্লাহ) তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাবের বাণী ও হিকমাহ (প্রমাণ আহরণের জন্য উপকরণ) শিক্ষা দেন, যেমন তারা এর আগে প্রকাশ্য বিচ্যুতিতে ছিল,
মুহিউদ্দীন খানঃ তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।
Abrahamic Locution Duaa for 19 December 2022
وَّاٰخَرِيْنَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوْا بِهِمْۗ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُۙ
And others after them, who have yet to affiliate with them, and he (Allahh) is the unassailable, the provider of linguistic discernment.
বিস্ময়কর কোরআনঃ এবং তাদের পরে অন্যরা, যারা এখনও তাদের সাথে সংযুক্ত হয়নি, এবং তিনি (আল্লাহ) অপ্রকাশ্য, ভাষাগত বিচক্ষণতা প্রদানকারী।
মুহিউদ্দীন খানঃ এই রসূল প্রেরিত হয়েছেন অন্য আরও লোকদের জন্যে, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
Abrahamic Locution Duaa for 19 December 2022
ذٰلِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَاۤءُۗ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ
That is the benediction from Allahh, (through) which he allows to learn anyone who wills, and Allahh is the one with the prevalent benediction.
বিস্ময়কর কোরআনঃ এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, (এর মাধ্যমে) তিনি যাকে ইচ্ছা শেখার অনুমতি দেন, এবং আল্লাহই মহা অনুগ্রহের অধিকারী।
মুহিউদ্দীন খানঃ এটা আল্লাহর কৃপা, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ মহাকৃপাশীল।
Abrahamic Locution Duaa for 19 December 2022
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا نُوْدِيَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَۗ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
O you who believed! When the announcement for ‘Salāt’ is made after the ‘Jumu3ah’ (Friday, the day of gathering) (i.e., for Sabbath), then seek the Zhikr of Allahh, and abandon trade gatherings. That is better for you if you have (or want) evidence- based knowledge.
বিস্ময়কর কোরআনঃ তোমরা যারা বিশ্বাস এনেছিলে! জুমা (শুক্রবার, জমায়েতের দিন) এর পরে যখন ‘সালাত’ এর জন্য ঘোষণা করা হয় (অর্থাৎ বিশ্রামবারের জন্য), তখন আল্লাহর যিকির সন্ধান কর এবং ব্যবসায়িক সমাবেশ ত্যাগ কর। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমাদের কাছে প্রমাণ ভিত্তিক জ্ঞান থাকে (বা চাও)।
মুহিউদ্দীন খানঃ মুমিনগণ, জুমআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।
فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ
And when ‘Salāt’ is decreed (upon the Mu’minoon), spread out in the way the scripture, and seek from the benediction of Allahh, and engage the Zhikr of Allahh often, perchance you shall be successful.
বিস্ময়কর কোরআনঃ আর যখন (বিশ্বাসীদের উপর) `সালাত` নির্ধারণ করা হয়, কিতাবের পথে ছড়িয়ে যাও এবং আল্লাহর রহমত থেকে অন্বেষণ কর এবং আল্লাহর যিকিরে প্রায়শই নিজেকে নিযুক্ত কর, যাতে তোমরা সফলকাম হও।
মুহিউদ্দীন খানঃ অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও।