বিস্ময়কর কোরআন

৭ আল-আরাফ ( الأعراف )/6

176

وَلَو شِئنا لَرَفَعناهُ بِها وَلٰكِنَّهُ أَخلَدَ إِلَى الأَرضِ وَاتَّبَعَ هَواهُ ۚ فَمَثَلُهُ كَمَثَلِ الكَلبِ إِن تَحمِل عَلَيهِ يَلهَث أَو تَترُكهُ يَلهَث ۚ ذٰلِكَ مَثَلُ القَومِ الَّذينَ كَذَّبوا بِآياتِنا ۚ فَاقصُصِ القَصَصَ لَعَلَّهُم يَتَفَكَّرونَ

And had we willed, we would have been the ones to cause him to be written about (well) in our signs; but he caused (many people) to seek the daze only towards the (superficial understanding of the) scripture and he rationalized following his fancy. And thus, his similitude is like that of a dog: if you drive him away, he pants (with tongue out), or if you leave him alone, he (still) pants (with his tongue out). Such is the similitude of the people who rationalize rejecting using our signs. So, recount the stories, perhaps they may reflect.

বিস্ময়কর কোরআনঃ আর যদি আমরা ইচ্ছা করতাম, তবে আমরা তাকে আমাদের নিদর্শনসমূহে (ভালভাবে) লিখিত হতে দিতাম; কিন্তু সে (অনেক মানুষকে) শুধুমাত্র কিতাবের (পৃষ্ঠতলীয় বোঝাপড়ার) খোঁজার দিকে নিয়ে গেছে এবং সে তার খেয়াল-খুশি অনুসরণকে যুক্তিসঙ্গত করেছে। আর তার উদাহরণ কুকুরের মতো: যদি তুমি তাকে তাড়াও, সে হাঁপাবে (জিহ্বা বের করে), অথবা যদি তুমি তাকে একা ছেড়ে দাও, তবুও সে (জিহ্বা বের করে) হাঁপাবে। এই হচ্ছে সেই সব লোকদের উদাহরণ, যারা আমাদের নিদর্শনসমূহকে ব্যবহার করে প্রত্যাখ্যান করাকে যুক্তিসংগত করে। অতএব, এই গল্পগুলো বর্ণনা করো, হয়তো তারা চিন্তা-ভাবনা করবে।

মুহিউদ্দীন খানঃ অবশ্য আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সে সকল নিদর্শনসমূহের দৌলতে। কিন্তু সে যে অধঃপতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল। সুতরাং তার অবস্থা হল কুকুরের মত; যদি তাকে তাড়া কর তবুও হাঁপাবে আর যদি ছেড়ে দাও তবুও হাঁপাবে। এ হল সেসব লোকের উদাহরণ; যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শনসমূহকে। অতএব, আপনি বিবৃত করুন এসব কাহিনী, যাতে তারা চিন্তা করে।

177

ساءَ مَثَلًا القَومُ الَّذينَ كَذَّبوا بِآياتِنا وَأَنفُسَهُم كانوا يَظلِمونَ

Harmful, indeed, is the similitude of the people who rationalized belying using our signs, and (in doing so,) only against their own selves have they been transgressing!

বিস্ময়কর কোরআনঃ অত্যন্ত ক্ষতিকারক, নিঃসন্দেহে, সেই লোকদের উদাহরণ যারা আমাদের নির্দেশাবলী ব্যবহার করে অসত্য ধারনা দেওয়াকে যুক্তিসঙ্গত করছিল, এবং (এটি করতে গিয়ে) কেবল ‘নিজ’দের প্রতিই তারা সীমালঙ্ঘন করেছে!

মুহিউদ্দীন খানঃ তাদের উদাহরণ অতি নিকৃষ্ট, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াত সমূহকে এবং তারা নিজেদেরই ক্ষতি সাধন করেছে।

178

مَن يَهدِ اللَّهُ فَهُوَ المُهتَدي ۖ وَمَن يُضلِل فَأُولٰئِكَ هُمُ الخاسِرونَ

Whomever Allahh guides, then (it is because) he is the one who persistently seeks to be guided; and whomever he (Allahh) misleads, then (it is because) those are the losers.

বিস্ময়কর কোরআনঃ যাকে আল্লাহ পথপ্রদর্শন করেন, (তা এ কারণে যে), সেই পথনির্দেশনা পেতে অবিচল থাকে, এবং যাকে তিনি পথভ্রষ্ট করেন, (তা এ কারণে যে) তারা ক্ষতিগ্রস্ত।

মুহিউদ্দীন খানঃ যাকে আল্লাহ পথ দেখাবেন, সেই পথপ্রাপ্ত হবে। আর যাকে তিনি পথ ভ্রষ্ট করবেন, সে হবে ক্ষতিগ্রস্ত।

179

وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِۖ لَهُمْ قُلُوْبٌ لَّا يَفْقَهُوْنَ بِهَاۖ وَلَهُمْ اَعْيُنٌ لَّا يُبْصِرُوْنَ بِهَاۖ وَلَهُمْ اٰذَانٌ لَّا يَسْمَعُوْنَ بِهَاۗ اُولٰۤىِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ ۗ اُولٰۤىِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ

And we have determined, among the progeny (of adam), towards ‘Jahannam’, many of the ‘Jinn’ and the divinely guidable: They possess cores with which they do not comprehend; and they have eyes with which they do not see; and they have ears with which they do not hear. Those (people) are like the cattle! Nay, they are more misguided! Those (people) are the unaware!

বিস্ময়কর কোরআনঃ এবং আমরা নির্ধারণ করেছি, (আদমের) বংশধরদের মধ্যে, ‘জাহান্নাম’-এর দিকে, অনেক ‘জিন’ এবং আসমানীভাবে নির্দেশযোগ্যকে: তাদের রয়েছে অন্তর যা দিয়ে তারা বুঝতে পারে না; তাদের রয়েছে চোখ যা দিয়ে তারা দেখতে পায় না; তাদের রয়েছে কান যা দিয়ে তারা শুনতে পায় না। এরা গবাদি পশুর মতো! বরং তারাই বেশী বিপথগামী! তারা হল অসচেতন (ব্যক্তি)!

মুহিউদ্দীন খানঃ আর আমি সৃষ্টি করেছি দোযখের জন্য বহু জ্বিন ও মানুষ। তাদের অন্তর রয়েছে, তার দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে, তার দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে, তার দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হল গাফেল, শৈথিল্যপরায়ণ।

180

وَلِلّٰهِ الْاَسْمَاۤءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَاۖ وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِيْٓ اَسْمَاۤىِٕهٖۗ سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ

And (remember that) toward Allahh are the labels with insight, and thus use them to make your supplications, and disassociate from the ones who confuse his labels: They shall be recompensed in accordance with what they used to toil!

বিস্ময়কর কোরআনঃ আর (মনে রেখো যে) আল্লাহর প্রতি রয়েছে অন্তর্দৃষ্টিসম্পন্ন লেবেলসমূহ, এবং সেগুলোর মাধ্যমেই তোমাদের দোয়া করো, এবং যারা তাঁর লেবেলগুলোতে বিভ্রান্তি সৃষ্টি করে তাদের থেকে বিচ্ছিন্ন হও: তারা যা কিছু করত তা অনুযায়ী তাদের প্রতিফল দেওয়া হবে!

মুহিউদ্দীন খানঃ আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম। কাজেই সে নাম ধরেই তাঁকে ডাক। আর তাদেরকে বর্জন কর, যারা তাঁর নামের ব্যাপারে বাঁকা পথে চলে। তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে।

181

وَمِمَّنْ خَلَقْنَآ اُمَّةٌ يَّهْدُوْنَ بِالْحَقِّ وَبِهٖ يَعْدِلُوْنَ

And among those whom we have created (i.e., guided intellectually and spiritually) is a community who guide (themselves) using the Truth, and using it, they adjust!

বিস্ময়কর কোরআনঃ আর যাদের আমরা সৃষ্টি করেছি (অর্থাৎ, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিকভাবে পথপ্রদর্শন করেছি) তাদের মধ্যে একটি সম্প্রদায় রয়েছে যারা সত্যের মাধ্যমে (নিজেদের) পথ দেখায় এবং তার মাধ্যমেই নিজেদের সংশোধন করে!

মুহিউদ্দীন খানঃ আর যাদেরকে আমি সৃষ্টি করেছি, তাদের মধ্যে এমন এক দল রয়েছে যারা সত্য পথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায়চিার করে।

182

وَالَّذينَ كَذَّبوا بِآياتِنا سَنَستَدرِجُهُم مِن حَيثُ لا يَعلَمونَ

But those who rationalized belying using our signs: We shall lure them from whence they do not have evidence-based knowledge (i.e., from whence they make misguided claims without evidence from Allahh).

বিস্ময়কর কোরআনঃ আর যারা আমাদের নিদর্শনগুলোকে ব্যবহার করে অসত্য ধারনা যুক্তিসঙ্গত করেছে: আমরা তাদের এমন দিক থেকে প্রলুব্ধ করব যেখান থেকে তাদের কোনো প্রমাণ-ভিত্তিক জ্ঞান নেই (অর্থাৎ, যেখান থেকে তারা আল্লাহর পক্ষ থেকে প্রমাণ ছাড়াই বিভ্রান্তিকর দাবিগুলো করে)।

মুহিউদ্দীন খানঃ বস্তুতঃ বস্তুতঃ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াতসমূহকে, আমি তাদেরকে ক্রমান্বয়ে পাকড়াও করব এমন জায়গা থেকে, যার সম্পর্কে তাদের ধারণাও হবে না।

183

وَأُملي لَهُم ۚ إِنَّ كَيدي مَتينٌ

And (Allahh says:) “I shall delay them, (for,) my plot is impenetrable!”

বিস্ময়কর কোরআনঃ এবং (আল্লাহ বলেন:) “আমি তাদের বিলম্বিত করব, (কারণ,) আমার কৌশল দুর্ভেদ্য!”

মুহিউদ্দীন খানঃ বস্তুতঃ আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি। নিঃসন্দেহে আমার কৌশল সুনিপুণ।

184

اَوَلَمْ يَتَفَكَّرُوْا مَا بِصَاحِبِهِمْ مِّنْ جِنَّةٍۗ اِنْ هُوَ اِلَّا نَذِيْرٌ مُّبِيْنٌ

Have they not reflected? No ‘Jinn-related’, devious whispering (based on biases and predilections) is coming through their companion”! He is but a distinguishing (clarifying) warner.

বিস্ময়কর কোরআনঃ তারা কি প্রতিফলিত হয়নি? তাদের সঙ্গীর মাধ্যমে কোন ‘জিন-সম্পর্কিত’, পথবহির্ভূত ফিসফিসানি (পক্ষপাতিত্ব এবং প্রবণতার উপর ভিত্তি করে) আসছে না”! সে কেবল একজন বিশিষ্ট (স্পষ্টকারী) সতর্ককারী।

মুহিউদ্দীন খানঃ তারা কি লক্ষ্য করেনি যে, তাদের সঙ্গী লোকটির মস্তিষ্কে কোন বিকৃতি নেই? তিনি তো ভীতি প্রদর্শনকারী প্রকৃষ্টভাবে।

185

اَوَلَمْ يَنْظُرُوْا فِيْ مَلَكُوْتِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا خَلَقَ اللّٰهُ مِنْ شَيْءٍ وَّاَنْ عَسٰٓى اَنْ يَّكُوْنَ قَدِ اقْتَرَبَ اَجَلُهُمْۖ فَبِاَيِّ حَدِيْثٍۢ بَعْدَهٗ يُؤْمِنُوْنَ

Do they not look in the way of the explainer of governance (derived) from the layers of understanding with the scripture and from everything that Allahh has created, and (think) that perhaps their appointed time has come near? So, in what discourse after that (from Allahh) will they believe?

বিস্ময়কর কোরআনঃ তারা কি বিবেচনা করে না শাসনব্যবস্থার ব্যাখ্যাকারীর পথের দিকে, যা কিতাবের স্তরগুলোর থেকে এবং আল্লাহর সৃষ্টি করা সবকিছুর মধ্য থেকে উদ্ভূত, এবং (ভাবছে না) যে সম্ভবত তাদের নির্ধারিত সময় নিকটবর্তী হয়েছে? তাহলে এর পর (আল্লাহর পক্ষ থেকে) আর কোন কথায় তারা বিশ্বাস করবে?

মুহিউদ্দীন খানঃ তারা কি প্রত্যক্ষ করেনি আকাশ ও পৃথিবীর রাজ্য সম্পর্কে এবং যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তা’আলা বস্তু সামগ্রী থেকে এবং এ ব্যাপারে যে, তাদের সাথে কৃত ওয়াদার সময় নিকটবর্তী হয়ে এসেছে? বস্তুতঃ এরপর কিসের উপর ঈমান আনবে?

186

مَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَا هَادِيَ لَهٗ ۖوَيَذَرُهُمْ فِيْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ

Whoever Allahh misguides, there is no guide for him. And he winnows them in their transgression, wandering blindly.

বিস্ময়কর কোরআনঃ আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার কোন পথপ্রদর্শক নেই। আর তিনি তাদের ঝাড়াই করেন, তারা অন্ধের মতো বিভ্রান্ত হয়ে তাদের সীমালংঘনের মধ্যে বিচরণ করে।

মুহিউদ্দীন খানঃ আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন। তার কোন পথপ্রদর্শক নেই। আর আল্লাহ তাদেরকে তাদের দুষ্টামীতে মত্ত অবস্তায় ছেড়ে দিয়ে রাখেন।

187

يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ رَبِّى ۖ لَا يُجَلِّيهَا لِوَقْتِهَآ إِلَّا هُوَ ۚ ثَقُلَتْ فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَةًۭ ۗ يَسْـَٔلُونَكَ كَأَنَّكَ حَفِىٌّ عَنْهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ ٱللَّهِ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ

They ask you about ‘As-Saɛa’: “When and where are its anchoring principles (or the irrigators’ anchors)?” Say: “It’s not what you think! Their evidence-based knowledge is from the company of my lord! None exposes them, at their time, except he (Allahh)! They are heavy in (their understanding in accordance with) the layers of understanding and the scripture. They (the irrigators) don’t come forth except suddenly!” They ask you, as if you are to welcome other than them (the irrigators)! Say (about the second time they shall come): “It’s not what you think!

বিস্ময়কর কোরআনঃ তারা তোমাকে ‘আস-সাআ’ (সেচকারীদের) সম্পর্কে জিজ্ঞাসা করে: “এর নোঙরের নীতিগুলি (বা সেচকারীদের নোঙ্গর) কোথায় এবং কখন?” বল: “তোমরা যা মনে কর, তা নয়। তাদের প্রমাণ-ভিত্তিক জ্ঞান আমার প্রভুর কাছ থেকে! তাদের সময়ে সেগুলো কেবল তিনিই (আল্লাহ) উন্মোচন করেন! তারা বোঝার স্তর (অনুযায়ী) ও কিতাবের দিক থেকে ভারী। তারা (সেচকারীরা) হঠাৎ করেই আসে!” তারা তোমাকে জিজ্ঞেস করে, যেন তুমি তাদের (সেচকারীদের) পরিবর্তে অন্য কাউকে স্বাগত জানাবে! বল (তাদের দ্বিতীয়বার আগমনের বিষয়ে): “তোমরা যা ভাবছ, তা নয়। তাদের প্রমাণ-ভিত্তিক জ্ঞান আল্লাহর পক্ষ থেকে। কিন্তু অধিকাংশ মানুষেরই প্রমাণ-ভিত্তিক জ্ঞান নেই।”

মুহিউদ্দীন খানঃ আপনাকে জিজ্ঞেস করে, কেয়ামত কখন অনুষ্ঠিত হবে? বলে দিন এর খবর তো আমার পালনকর্তার কাছেই রয়েছে। তিনিই তা অনাবৃত করে দেখাবেন নির্ধারিত সময়ে। আসমান ও যমীনের জন্য সেটি অতি কঠিন বিষয়। যখন তা তোমাদের উপর আসবে অজান্তেই এসে যাবে। আপনাকে জিজ্ঞেস করতে থাকে, যেন আপনি তার অনুসন্ধানে লেগে আছেন। বলে দিন, এর সংবাদ বিশেষ করে আল্লাহর নিকটই রয়েছে। কিন্তু তা অধিকাংশ লোকই উপলব্ধি করে না।

188

قُلْ لَّآ اَمْلِكُ لِنَفْسِيْ نَفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَاۤءَ اللّٰهُ ۗوَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِۛ وَمَا مَسَّنِيَ السُّوْۤءُ ۛاِنْ اَنَا۠ اِلَّا نَذِيْرٌ وَّبَشِيْرٌ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ

Say: “I hold not for myself (the governance of) benefit or harm, except what Allahh has willed. And if I knew the undisclosed (before it is disclosed from Allahh), I would have acquired much understanding, and no harm would have touched me. I am but a warner and a harbinger of glad tidings to a people who believe.”

বিস্ময়কর কোরআনঃ বল: “আমি আমার নিজের জন্য কল্যাণ বা ক্ষতির কোনো (শাসনব্যবস্থার) ক্ষমতা রাখি না, আল্লাহ যা চান তা ব্যতিত। আর যদি আমি অপ্রকাশিত বিষয়সমূহ (আল্লাহর কাছ থেকে প্রকাশিত হওয়ার আগেই) জানতাম, তবে আমি অনেক জ্ঞান অর্জন করতাম এবং কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারত না। আমি তো কেবল একজন সতর্ককারী এবং সুসংবাদের বাহক, তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করে।”

মুহিউদ্দীন খানঃ আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু যা আল্লাহ চান। আর আমি যদি গায়বের কথা জেনে নিতে পারতাম, তাহলে বহু মঙ্গল অর্জন করে নিতে পারতাম, ফলে আমার কোন অমঙ্গল কখনও হতে পারত না। আমি তো শুধুমাত্র একজন ভীতি প্রদর্শক ও সুসংবাদদাতা ঈমানদারদের জন্য।

189

هُوَ الَّذي خَلَقَكُم مِن نَفسٍ واحِدَةٍ وَجَعَلَ مِنها زَوجَها لِيَسكُنَ إِلَيها ۖ فَلَمّا تَغَشّاها حَمَلَت حَملًا خَفيفًا فَمَرَّت بِهِ ۖ فَلَمّا أَثقَلَت دَعَوَا اللَّهَ رَبَّهُما لَئِن آتَيتَنا صالِحًا لَنَكونَنَّ مِنَ الشّاكِرينَ

He (Allahh) is the one who created you from a single (feminine) ‘nafs’ and embedded in it, of it, its (masculine) counterpart to conciliate itself to it (i.e., the counterpart should be subservient to the ‘nafs’). However, when the counterpart acted as a blinder for ‘nafs’ (i.e., constrained it intellectually, cognitively), it (the ‘nafs’) conceived of light (i.e., shallow, vain, superficial) concepts, and this occurred several times. But when its load became heavier, they both supplicated to Allahh, the lord of both of them: If you allow us to learn some (of your divine) terminology, we shall become of those who communicate properly with you!

বিস্ময়কর কোরআনঃ তিনিই (আল্লাহ) যিনি তোমাদের একটি একক (স্ত্রীলিঙ্গ) ‘নফস’ থেকে সৃষ্টি করেছেন এবং এর মধ্যে স্থাপন করেছেন, এর (পুংলিঙ্গ) প্রতিরূপ নিজেকে এর সাথে প্রশমিত করার জন্য (অর্থাৎ, প্রতিরূপকে ‘নফস’-এর অধীন হতে হবে)। তবে, যখন প্রতিরূপ ‘নফস’ এর জন্য একটি চোখের ঠুলি হিসাবে কাজ করেছে (অর্থাৎ, এটিকে বুদ্ধিবৃত্তিক, জ্ঞানগতভাবে সীমাবদ্ধ করেছে), তখন এটি (‘নফস’) আলোর (অর্থাৎ, অগভীর, নিরর্থক, উপরিভাগের) ধারণা ধারণ করেছে এবং এটি বেশ কয়েকবার ঘটেছে। কিন্তু যখন এর ভার ভারী হয়ে গেল, তখন তারা উভয়েই উভয়ের পালনকর্তা আল্লাহর কাছে দোয়া করলো: আপনি যদি আমাদের (আপনার আসমানী) পরিভাষাগুলির কিছু শিখতে দেন তবে আমরা তাদের মধ্যে পরিণত হব যারা আপনার সাথে সঠিকভাবে যোগাযোগ করে!

মুহিউদ্দীন খানঃ বস্তুতঃ তিনিই সে সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে; আর তার থেকেই তৈরী করেছেন তার জোড়া, যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত করল, তখন, সে গর্ভবতী হল। অতি হালকা গর্ভ। সে তাই নিয়ে চলাফেরা করতে থাকল। তারপর যখন বোঝা হয়ে গেল, তখন উভয়েই আল্লাহকে ডাকল যিনি তাদের পালনকর্তা যে, তুমি যদি আমাদিগকে সুস্থ ও ভাল দান কর তবে আমরা তোমার শুকরিয়া আদায় করব।

190

فَلَمّا آتاهُما صالِحًا جَعَلا لَهُ شُرَكاءَ فيما آتاهُما ۚ فَتَعالَى اللَّهُ عَمّا يُشرِكونَ

But when he (Allahh) allowed them to learn some terminology, they both ascribed partners to Allahh for what he (Allahh, alone) had allowed them to learn. And thus, Allahh became aloof for them, due to what they associate with him!

বিস্ময়কর কোরআনঃ কিন্তু যখন তিনি (আল্লাহ) তাদেরকে কিছু পরিভাষা শিখতে দিয়েছেন, তারা উভয়েই আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছে যা তিনি (একমাত্র আল্লাহ) তাদের শিখতে দিয়েছেন। আর এভাবেই, আল্লাহ তাদের জন্য বিচ্ছিন্ন হয়ে গেলেন, কারণ তারা তাঁর সাথে শরীক করে।

মুহিউদ্দীন খানঃ বস্তুতঃ অতঃপর তাদেরকে যখন সুস্থ ও ভাল দান করা হল, তখন দানকৃত বিষয়ে তার অংশীদার তৈরী করতে লাগল। বস্তুতঃ আল্লাহ তাদের শরীক সাব্যস্ত করা থেকে বহু উর্ধে।

194

اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُكُمْ فَادْعُوْهُمْ فَلْيَسْتَجِيْبُوْا لَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ

Those you call upon as intermediaries between you and Allahh are wayfarers like you. Summon them, therefore, and let them dignify your summon if you are truthful!

বিস্ময়কর কোরআনঃ তোমরা যাদেরকে তোমাদের ও আল্লাহর মধ্যস্থতাকারী বলে ডাকো তারা তোমাদের মত পথিক। অতএব, তাদের ডাক এবং যদি তোমরা সত্যবাদী হও তবে তারা তোমাদের আহ্বানকে মর্যাদা দিক!

মুহিউদ্দীন খানঃ আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাক, তারা সবাই তোমাদের মতই বান্দা। অতএব, তোমরা যাদেরকে ডাক, তখন তাদের পক্ষেও তো তোমাদের সে ডাক কবুল করা উচিত যদি তোমরা সত্যবাদী হয়ে থাক?

203

وَإِذا لَم تَأتِهِم بِآيَةٍ قالوا لَولَا اجتَبَيتَها ۚ قُل إِنَّما أَتَّبِعُ ما يوحىٰ إِلَيَّ مِن رَبّي ۚ هٰذا بَصائِرُ مِن رَبِّكُم وَهُدًى وَرَحمَةٌ لِقَومٍ يُؤمِنونَ

বিস্ময়কর কোরআনঃ এবং যখন তুমি তাদের কাছে একটি (বাস্তবিক) নিদর্শন নিয়ে আসোনি (যেমন তারা তোমাকে চ্যালেঞ্জ করেছিল), তারা বলেছিল: “কেন তুমি তোমার দাবি (বা প্রত্যাশা) অনুযায়ী গ্রহণ করো না যেমন আল্লাহ তোমার প্রার্থনাকে মর্যাদা দিয়েছেন?” বলো: “তোমরা যা ভাবছো তা নয়! আমি অনুসরণ করি শুধুমাত্র আমার প্রতিপালকের পক্ষ থেকে আমাকে যা প্রত্যাদেশ করা হয়েছে!”

মুহিউদ্দীন খানঃ আর যখন আপনি তাদের নিকট কোন নিদর্শন নিয়ে না যান, তখন তারা বলে, আপনি নিজের পক্ষ থেকে কেন অমুকটি নিয়ে আসলেন না, তখন আপনি বলে দিন, আমি তো সে মতেই চলি যে হুকুম আমার নিকট আসে আমার পরওয়ারদেগারের কাছ থেকে। এটা ভাববার বিষয় তোমাদের পরওয়ারদেগারের পক্ষ থেকে এবং হেদায়েত ও রহমত সেসব লোকের জন্য যারা ঈমান এনেছে।

নংসূরার নামমোট আয়াতঅনুবাদ করা হয়েছে
1আল- ফাতিহা77
2আল-বাকারা28664
3আল-ইমরান20056
4নিসা17632
5আল-মায়িদাহ12035
6আল-আনাম16535
7আল-আরাফ20662
8আল-আনফাল7511
9আত-তাওবাহ1298
10ইউনুস10925
11হুদ12325
12ইউসুফ111111
13আর-রাদ4310
14ইবরাহীম526
15আল-হিজর9918
16আন-নাহল12838
17বনি ইসরাইল11129
18আল-কাহফ11074
19মারিয়াম9853
20ত্বা হা13539
21আল-আম্বিয়া11239
22আল-হাজ্ব7811
23আল-মুমিনুন11832
24আন-নূর646
25আল-ফুরকান7744
26আশ-শুআরা22735
27আন-নমল9356
28আল-কাসাস8828
29আল-আনকাবুত6914
30আল-রুম6034
31লুকমান3424
32আস-সাজদাহ309
33আল-আহযাব7335
34আস-সাবা547
35আল-ফাতির4510
36ইয়া সিন8383
37আস-সাফফাত18252
38সোয়াদ8839
39আয-যুমার7533
40আল-মুমিন8520
41ফুসসিলাত5420
42আশ-শূরা539
43আয-যুখরুফ8935
44আদ-দুখান5919
45আল-জাসিয়াহ3712
46আল-আহকাফ3517
47মুহাম্মদ3813
48আল-ফাতহ299
49আল-হুজুরাত184
50ক্বাফ4524
51আয-যারিয়াত6017
52আত-তুর493
53আন-নাজম6262
54আল-ক্বমর5519
55আর-রাহমান7878
56আল-ওয়াকিয়াহ9696
57আল-হাদিদ297
58আল-মুজাদিলাহ222
59আল-হাশর243
60আল-মুমতাহানা132
61আস-সাফ146
62আল-জুমুআহ115
63আল-মুনাফিকুন111
64আত-তাগাবুন182
65আত-ত্বালাক121
66আত-তাহরীম126
67আল-মুলক308
68আল-ক্বলম528
69আল-হাক্ক্বাহ5219
70আল-মাআরিজ444
71নূহ286
72আল-জ্বিন2828
73মুযাম্মিল202
74মুদাসসির561
75আল-কিয়ামাহ4023
76আল-ইনসান3131
77আল-মুরসালাত5050
78আন-নাবা4040
79আন-নাযিয়াত463
80আবাসা4242
81আত-তাকবির2929
82আল-ইনফিতার1919
83আত-তাতফিক367
84আল-ইনশিকাক2525
85আল-বুরুজ222
86আত-তারিক1717
87আল-আলা190
88আল-গাশিয়াহ261
89আল-ফজর304
90আল-বালাদ207
91আশ-শামস1515
92আল-লাইল210
93আদ-দুহা111
94আল-ইনশিরাহ88
95আত-তীন81
96আল-আলাক1919
97আল-ক্বাদর55
98আল-বাইয়িনাহ83
99আল-যিলযাল88
100আল-আদিয়াত1111
101আল-কারিয়াহ110
102আত-তাকাছুর88
103আল-আসর30
104আল-হুমাযাহ99
105ফীল55
106আল-কুরাইশ41
107আল-মাউন70
108আল-কাওসার30
109আল-কাফিরুন60
110আন-নাসর30
111লাহাব55
112আল-ইখলাস40
113আল-ফালাক55
114আন-নাস66
  62362307