৯৮ আল-বাইয়িনাহ ( البينة )
إِنَّ الَّذينَ كَفَروا مِن أَهلِ الكِتابِ وَالمُشرِكينَ في نارِ جَهَنَّمَ خالِدينَ فيها ۚ أُولٰئِكَ هُم شَرُّ البَرِيَّةِ
Indeed, those who rejected from among the cohorts of the ‘Kitaab’, and those who associate with Allahh, (are) in the ‘Naar’ (i.e., the man-made, dimly lit illumination) of ‘Jahannam’. In it they daze. Those are the worst of those associated with the source of constancy (i.e., Allahh).
বিস্ময়কর কোরআনঃ নিঃসন্দেহ যারা কিতাবের দলগুলোর মধ্যে থেকে প্রত্যাখ্যান করেছিলো এবং যারা আল্লাহ্ র সাথে শরীক করেছিলো, তারা জাহান্নামের আগুনে (অর্থাৎ মনুষ্যসৃষ্ট আলোয়) রয়েছে। এর মধ্যে তারা তাদের অসাড়তার মধ্যে রয়েছে। এরাই হচ্ছে তাদের মধ্যে নিকৃষ্টতম, যারা স্থায়িত্বের উৎসের (অর্থাৎ, আল্লাহর) সাথে যুক্ত।
মুহিউদ্দীন খানঃ আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম।
Daily Abrahamic Locution Duaa for 28 July, 2023
إِنَّ الَّذينَ آمَنوا وَعَمِلُوا الصّالِحاتِ أُولٰئِكَ هُم خَيرُ البَرِيَّةِ
Indeed, those who believed and toiled on the scripture in accordance with the divine lexicon: Those are the best of those associated with the source of constancy (i.e., Allahh).
বিস্ময়কর কোরআনঃ প্রকৃতপক্ষে যারা বিশ্বাস করে এবং পবিত্র অভিধান অনুসারে কিতাবের উপর মেহনত করে: তারাই সর্বোত্তম যারা স্থায়িত্বের উৎসের (অর্থাৎ, আল্লাহর) সাথে যুক্ত।
মুহিউদ্দীন খানঃ যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা।
Daily Abrahamic Locution Duaa for 28 July, 2023
جَزاؤُهُم عِندَ رَبِّهِم جَنّاتُ عَدنٍ تَجري مِن تَحتِهَا الأَنهارُ خالِدينَ فيها أَبَدًا ۖ رَضِيَ اللَّهُ عَنهُم وَرَضوا عَنهُ ۚ ذٰلِكَ لِمَن خَشِيَ رَبَّهُ
Their recompense from their lord are persistent ‘Jannaat’ (concealed abodes of privileged understanding) beneath which rivers (of divine guidance) flow. In their way (i.e., the way of these ‘Jannaat’) they persist in a daze, (to be their preferred choice) forever. Allahh is pleased with them, and they are pleased with it (i.e., their recompense). That (recompense) is for whoever is observant of (the boundaries by) his lord!
বিস্ময়কর কোরআনঃ তাদের পালনকর্তার কাছ থেকে তাদের প্রতিদান হচ্ছে অবিরাম ‘জান্নাত’ যার তলদেশে ‘নদী প্রবাহিত’। এতে তারা স্থায়ীভাবে তাদের (গভির ঘুমের আগে আধা ঘুমের মধ্যে) পরম বিস্ময়ের মধ্যে থাকে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন এবং তারা এতে (অর্থাৎ তাদের প্রতিদান) সন্তুষ্ট থাকে। এটা (প্রতিদান) তার জন্য যে তার পালনকর্তার প্রতি অনুগত! এটা (প্রতিদান) তার জন্য যে তার পালনকর্তার (সীমানা) সম্পর্কে সতর্ক!
মুহিউদ্দীন খানঃ তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে, যে তার পালনকর্তাকে ভয় কর।