২ আল-বাকারা ( البقرة )
وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ
And some of them say: “Grant us in this lower life an insight, and in the delayed, diligent understanding, an insight, and safeguard us from the punishment (of separation) in the dimly lit, man-made illumination.”
বিস্ময়কর কোরআনঃ তাদের মধ্যে কেউ কেউ বলে: “আমাদের এই নিম্ন জীবনে একটি অন্তর্দৃষ্টি দিন, এবং বিলম্বিত, অধ্যবসায়ী বোঝাপড়ার মধ্যে একটি অন্তর্দৃষ্টি দিন, এবং আমাদেরকে অস্পষ্ট আলোকিত, মানবসৃষ্ট আলোকের শাস্তি (বিচ্ছিনতার) থেকে রক্ষা করুন।”
মুহিউদ্দীন খানঃ আর তাদের মধ্যে কেউ কেউ বলে-হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর।
Abrahamic Locution Duaa for 20 January 2023
وَمِنَ النَّاسِ مَنْ يَّشْرِيْ نَفْسَهُ ابْتِغَاۤءَ مَرْضَاتِ اللّٰهِ ۗوَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ
And among people is someone who sells himself, seeking the ways that lead to the satisfaction of Allahh, and Allahh is compassionate towards the wayfarers.
বিস্ময়কর কোরআনঃ আর মানুষের মধ্যে এমন কেউ কেউ আছে যে তার ‘নিজ’কে বিকিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির পথ অনুসন্ধান করে এবং আল্লাহ তাঁর পথিকদের প্রতি সহানুভূতিশীল।
মুহিউদ্দীন খানঃ আর মানুষের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টিকল্পে নিজেদের জানের বাজি রাখে। আল্লাহ হলেন তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান।
Abrahamic Locution Duaa for 21 October 2022
سَلْ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ كَمْ اٰتَيْنٰهُمْ مِّنْ اٰيَةٍ ۢ بَيِّنَةٍ ۗ وَمَنْ يُّبَدِّلْ نِعْمَةَ اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا جَاۤءَتْهُ فَاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ
Ask Banī IssrāꜤīl, how many a clarifying sign did we provide them! And whoever swaps Allah’s favor (for something inferior) after it has come to him, then Allahh is severe in penalty.
বিস্ময়কর কোরআনঃ বনী ইসরাঈলকে জিজ্ঞাসা করো, কত কত স্পষ্ট নিদর্শন আমরা তাদেরকে প্রদান করেছিলাম! আর যারা আল্লাহর অনুগ্রহ (কোনো নিম্নমানের কিছুর সাথে) বিনিময় করে, যখন তা তাদের কাছে এসেছে, তবে আল্লাহ কঠোর শাস্তিদাতা।
মুহিউদ্দীন খানঃ বনী ইসরাঈলদিগকে জিজ্ঞেস কর, তাদেরকে আমি কত স্পষ্ট নির্দশনাবলী দান করেছি। আর আল্লাহর নেয়ামত পৌছে যাওয়ার পর যদি কেউ সে নেয়ামতকে পরিবর্তিত করে দেয়, তবে আল্লাহর আযাব অতি কঠিন।
Abrahamic Locution Duaa for 9 February 2023
أَم حَسِبتُم أَن تَدخُلُوا الجَنَّةَ وَلَمّا يَأتِكُم مَثَلُ الَّذينَ خَلَوا مِن قَبلِكُم ۖ مَسَّتهُمُ البَأساءُ وَالضَّرّاءُ وَزُلزِلوا حَتّىٰ يَقولَ الرَّسولُ وَالَّذينَ آمَنوا مَعَهُ مَتىٰ نَصرُ اللَّهِ ۗ أَلا إِنَّ نَصرَ اللَّهِ قَريبٌ
Or did you think that you enter Jannāḥ while you had yet to receive the example of those who came before you: They were affected by affliction and adversity, and they were shaken to the point where the messenger and the ones with him would say: “When will Allahh’s victory come?” Indeed, Allahh’s victory is near!
বিস্ময়কর কোরআনঃ অথবা তোমরা কি মনে করেছিলে যে, তোমরা জান্নাতে প্রবেশ কর, অথচ তোমরা এখনও তোমাদের পূর্ববর্তীদের উদাহরণ গ্রহণ করতে পারোনি: তারা দুঃখ-কষ্ট ও প্রতিকূলতায় আক্রান্ত হয়েছিলো এবং তারা এমনভাবে কেঁপে উঠেছিলো যে রাসূল এবং তার সাথীরা বলেছিলো: “কবে আসবে আল্লাহর বিজয়?” নিশ্চই আল্লাহর বিজয় আসন্ন!
মুহিউদ্দীন খানঃ তোমাদের কি এই ধারণা যে, তোমরা জান্নাতে চলে যাবে, অথচ সে লোকদের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে। তাদের উপর এসেছে বিপদ ও কষ্ট। আর এমনি ভাবে শিহরিত হতে হয়েছে যাতে নবী ও তাঁর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে পর্যন্ত একথা বলতে হয়েছে যে, কখন আসবে আল্লাহর সাহায্যে! তোমরা শোনে নাও, আল্লাহর সাহায্যে একান্তই নিকটবর্তী।
Daily Abrahamic Locution Duaa for 19th December, 2023