বিস্ময়কর কোরআন

৭ আল-আরাফ ( الأعراف )/5

143

وَلَمَّا جَاۤءَ مُوْسٰى لِمِيْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗۙ قَالَ رَبِّ اَرِنِيْٓ اَنْظُرْ اِلَيْكَۗ قَالَ لَنْ تَرٰىنِيْ وَلٰكِنِ انْظُرْ اِلَى الْجَبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰىنِيْۚ فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰى صَعِقًاۚ فَلَمَّآ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَيْكَ وَاَنَا۠ اَوَّلُ الْمُؤْمِنِيْنَ

And when Mussa came to our appointment and his lord empowered him to speak, he said: “My lord! Allow me to see (you) so that I perceive the signs from you!” He said: “You will not be able to see me, but perceive the signs in the compositional unit, and (perceive) if it remains steady in its (apparent) form. Then you will be able to perceive me!”
And when his lord became properly understood in accordance with the compositional unit (of the Qur’ān), he (his lord) rendered it (the compositional unit) (shown to be) harmonized and integrated, and Mūssā made a rumbling sound, stunned. But when he awoke, he said: “(I will follow) Only your way! I ceased in deferment to you, and I am the first of the believers!

বিস্ময়কর কোরআনঃ আর যখন মূসা আমাদের নির্ধারিত সময়ে এলো এবং তার প্রভু তাকে কথা বলার ক্ষমতা দিলেন, তখন সে বলল: “আমার প্রভু! আমাকে (আপনাকে) দেখতে দিন যাতে আমি আপনার নিদর্শনগুলো উপলব্ধি করতে পারি!” তিনি বললেন: “তুমি আমাকে দেখতে সক্ষম হবে না, তবে (কোরআনের) গঠনের এককগুলোতে নিদর্শনগুলো উপলব্ধি করো এবং যদি তা তার (বাহ্যিক) রূপে স্থির থাকে তবে তুমি আমাকে উপলব্ধি করতে সক্ষম হবে!”
আর যখন তার প্রভু (কোরআনের) গঠনের একক অনুযায়ী যথাযথভাবে উপলব্ধ হলেন, তখন তিনি (তার প্রভু) এটিকে (গঠনের এককগুলোকে) সুসংগত এবং সমন্বিত করে দেখালেন, আর মূসা এক গম্ভীর শব্দ করল, হতবাক হয়ে পড়লো। কিন্তু যখন সে জাগলো, তখন সে বলল: “(আমি অনুসরণ করব) কেবল আপনার পথ! আমি আপনার প্রতি বিনয়ে থেমে গেলাম, এবং আমি বিশ্বাসীদের মধ্যে প্রথম!”

মুহিউদ্দীন খানঃ তারপর মূসা যখন আমার প্রতিশ্রুত সময় অনুযায়ী এসে হাযির হলেন এবং তাঁর সাথে তার পরওয়ারদেগার কথা বললেন, তখন তিনি বললেন, হে আমার প্রভু, তোমার দীদার আমাকে দাও, যেন আমি তোমাকে দেখতে পাই। তিনি বললেন, তুমি আমাকে কস্মিনকালেও দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে দেখতে থাক, সেটি যদি স্বস্থানে দঁড়িয়ে থাকে তবে তুমিও আমাকে দেখতে পাবে। তারপর যখন তার পরওয়ারদগার পাহাড়ের উপর আপন জ্যোতির বিকিরণ ঘটালেন, সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মূসা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অতঃপর যখন তাঁর জ্ঞান ফিরে এল; বললেন, হে প্রভু! তোমার সত্তা পবিত্র, তোমার দরবারে আমি তওবা করছি এবং আমিই সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করছি।

145

وَكَتَبْنَا لَهٗ فِى الْاَلْوَاحِ مِنْ كُلِّ شَيْءٍ مَّوْعِظَةً وَّتَفْصِيْلًا لِّكُلِّ شَيْءٍۚ فَخُذْهَا بِقُوَّةٍ وَّأْمُرْ قَوْمَكَ يَأْخُذُوْا بِاَحْسَنِهَا ۗسَاُورِيْكُمْ دَارَ الْفٰسِقِيْنَ

And we wrote for him, in the (form of) illusions of everything an admonition and a divarication for everything. And thus, take it with strength (of understanding that it deserves), and command your people to take of its most insightful: I shall conceal for/from you the understanding of the miscreants!

বিস্ময়কর কোরআনঃ আর আমরা তার জন্য লিখেছিলাম, সবকিছুর ভ্রান্তির (আকারে) একটি উপদেশ এবং সবকিছুর জন্য একটি কৌণিক শাখাবিন্যাস। সুতরাং, এটিকে তার প্রাপ্য গভীরতার সাথে দৃঢ়তার সঙ্গে গ্রহণ করো (যা এটির প্রাপ্য) এবং তোমার সম্প্রদায়কে এর সবচেয়ে অন্তর্দৃষ্টিসম্পন্ন অংশ গ্রহণ করতে আদেশ দাও: আমি অন্যায়কারীদের উপলব্ধি তোমার জন্য/তোমার থেকে আড়াল করব!

মুহিউদ্দীন খানঃ আর আমি তোমাকে পটে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ ও বিস্তারিত সব বিষয়। অতএব, এগুলোকে দৃঢ়ভাবে ধারণ কর এবং স্বজাতিকে এর কল্যাণকর বিষয়সমূহ দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দাও। আমি শীঘ্রই সত্যত্যাগীদের বাসস্থান তোমাদেরকে দেখাব।

146

سَأَصرِفُ عَن آياتِيَ الَّذينَ يَتَكَبَّرونَ فِي الأَرضِ بِغَيرِ الحَقِّ وَإِن يَرَوا كُلَّ آيَةٍ لا يُؤمِنوا بِها وَإِن يَرَوا سَبيلَ الرُّشدِ لا يَتَّخِذوهُ سَبيلًا وَإِن يَرَوا سَبيلَ الغَيِّ يَتَّخِذوهُ سَبيلًا ۚ ذٰلِكَ بِأَنَّهُم كَذَّبوا بِآياتِنا وَكانوا عَنها غافِلينَ

I shall steer away from my signs (Ayats) those who take to interpret the scripture with conceit, ignoring the truth; And if they see every sign, they will not believe in them. And if they see the way of finding the correct direction, then they will not adopt it as their way. And if they see the way of finding the wrong direction, then they will adopt it as their way. That is so because they justified (to themselves and/or to others) belying our signs, and they were oblivious to them.

বিস্ময়কর কোরআনঃ আমি আমার নিদর্শন (আয়াত) থেকে তাদের বিরত রাখব, যারা গর্বের সাথে কিতাবের ব্যাখ্যা করতে থাকে, সত্যকে উপেক্ষা করে; আর যদি তারা প্রতিটি নিদর্শন দেখে, তবুও তারা তাতে বিশ্বাস করবে না। এবং যদি তারা সঠিক পথের সন্ধান দেখে, তবে তারা সেটিকে তাদের পথ হিসেবে গ্রহণ করবে না। আর যদি তারা ভুল পথের সন্ধান দেখে, তবে তারা সেটিকে তাদের পথ হিসেবে গ্রহণ করবে। এটি এমন হবে কারণ তারা আমাদের নিদর্শনগুলোতে মিথ্যা আরোপ করার জন্য নিজেদের এবং/অথবা অন্যদের কাছে ন্যায্যতা প্রতিপাদন করেছিল, এবং তারা সেগুলো থেকে অসচেতন ছিল।

মুহিউদ্দীন খানঃ আমি আমার নিদর্শনসমূহ হতে তাদেরকে ফিরিয়ে রাখি, যারা পৃথিবীতে অন্যায়ভাবে গর্ব করে। যদি তারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করে ফেলে, তবুও তা বিশ্বাস করবে না। আর যদি হেদায়েতের পথ দেখে, তবে সে পথ গ্রহণ করে না। অথচ গোমরাহীর পথ দেখলে তাই গ্রহণ করে নেয়। এর কারণ, তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে মনে করেছে এবং তা থেকে বেখবর রয়ে গেছে।

155

وَاخْتَارَ مُوْسٰى قَوْمَهٗ سَبْعِيْنَ رَجُلًا لِّمِيْقَاتِنَا ۚفَلَمَّآ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِيَّايَۗ اَتُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَاۤءُ مِنَّاۚ اِنْ هِيَ اِلَّا فِتْنَتُكَۗ تُضِلُّ بِهَا مَنْ تَشَاۤءُ وَتَهْدِيْ مَنْ تَشَاۤءُۗ اَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الْغَافِرِيْنَ

And Mūssā chose his people seventy men for our appointed time; and when the shaker (of faith) seized them, he said, ‘My lord! Had you willed you would have destroyed them before, and me. Will you destroy us for what the foolish ones of us have done? It is only your tribulation, whereby you lead astray whom you will, and guide whom you will. You are our patron; so grant us reconnect with you us, and grant us mercy from you, for you are the best of those who reconnect.

বিস্ময়কর কোরআনঃ আর মূসা তার সম্প্রদায়ের জন্য আমাদের নির্ধারিত সময়ে সত্তর জন মানুষ নির্বাচন করেছিল; এবং যখন (বিশ্বাসের) কম্পন তাদের গ্রাস করেছিল, সে বলল, ‘আমার প্রভু! আপনি ইচ্ছা করলে তাদের আগেই ধ্বংস করতে পারতেন, আমাকেও। আপনি কি আমাদের ধ্বংস করবেন, আমাদের মধ্যে যারা মূর্খতা করেছে তার জন্য? এটি কেবল আপনার পরীক্ষা, যার মাধ্যমে আপনি যাকে চান তাকে পথভ্রষ্ট করেন এবং যাকে চান তাকে সঠিক পথ দেখান। আপনি আমাদের সাহায্যকারী; তাই আমাদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করুন, এবং আমাদের প্রতি আপনার দয়া দান করুন, কারণ আপনিই সবথেকে ভালো পুনঃসংযোগকারী।’

মুহিউদ্দীন খানঃ আর মূসা বেছে নিলেন নিজের সম্প্রদায় থেকে সত্তর জন লোক আমার প্রতিশ্রুত সময়ের জন্য। তারপর যখন তাদেরকে ভূমিকম্প পাকড়াও করল, তখন বললেন, হে আমার পরওয়ারদেগার, তুমি যদি ইচ্ছা করতে, তবে তাদেরকে আগেই ধ্বংস করে দিতে এবং আমাকেও। আমাদেরকে কি সে কর্মের কারণে ধ্বংস করছ, যা আমার সম্প্রদায়ের নির্বোধ লোকেরা করেছে? এসবই তোমার পরীক্ষা; তুমি যাকে ইচ্ছা এতে পথ ভ্রষ্ট করবে এবং যাকে ইচ্ছা সরলপথে রাখবে। তুমি যে আমাদের রক্ষক-সুতরাং আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের উপর করুনা কর। তাছাড়া তুমিই তো সর্বাধিক ক্ষমাকারী।

Abrahamic Locution Duaa for 19 August 2022

156

وَاكتُب لَنا في هٰذِهِ الدُّنيا حَسَنَةً وَفِي الآخِرَةِ إِنّا هُدنا إِلَيكَ ۚ قالَ عَذابي أُصيبُ بِهِ مَن أَشاءُ ۖ وَرَحمَتي وَسِعَت كُلَّ شَيءٍ ۚ فَسَأَكتُبُها لِلَّذينَ يَتَّقونَ وَيُؤتونَ الزَّكاةَ وَالَّذينَ هُم بِآياتِنا يُؤمِنونَ

(Mūssā said): “And decree for us (Mūssā, Hārūn, and the seventy men Mūssā chose) insight in this life and (decree for us) in the (style of the) delayed, diligent understanding. We have taken to you for guidance.” He (Allahh) said: “(It is) My punishment with which I target whomever I will, and my mercy is plentiful in everything (in the scripture); and thus, I shall decree it for those who practice discipline and bring forth ‘Zakāt’, and (also) to those who believe in our signs,

বিস্ময়কর কোরআনঃ (মূসা বলল): “আর আমাদের জন্য (মূসা, হারূন এবং মূসা যে সত্তরজন মানুষকে নির্বাচন করেছিল) এই জীবনে অন্তর্দৃষ্টি নির্ধারণ করুন এবং আমাদের জন্য বিলম্বিত, পরিশ্রমী উপলব্ধির ধরনে (অন্তর্দৃষ্টি) নির্ধারণ করুন।” আমরা আপনার দিকে পথনির্দেশের জন্য ফিরে এসেছি।” তিনি (আল্লাহ্) বললেন: “(এটি) আমার শাস্তি, যার দ্বারা আমি যাকে চাই তাকে লক্ষ্য করি, এবং আমার দয়া সবকিছুর মধ্যে প্রশস্ত (কিতাবে); এবং তাই, আমি এটি সেইসব ব্যক্তির জন্য নির্ধারণ করব যারা শৃঙ্খলা মেনে চলে এবং যারা ‘যাকাত’ প্রদান করে, এবং (এছাড়াও) যারা আমাদের নিদর্শনগুলিতে বিশ্বাস করে।”

মুহিউদ্দীন খানঃ আর পৃথিবীতে এবং আখেরাতে আমাদের জন্য কল্যাণ লিখে দাও। আমরা তোমার দিকে প্রত্যাবর্তন করছি। আল্লাহ তা’আলা বললেন, আমার আযাব তারই উপর পরিব্যাপ্ত। সুতরাং তা তাদের জন্য লিখে দেব যারা ভয় রাখে, যাকাত দান করে এবং যারা আমার আয়তসমুহের উপর বিশ্বাস স্থাপন করে।

157

الَّذينَ يَتَّبِعونَ الرَّسولَ النَّبِيَّ الأُمِّيَّ الَّذي يَجِدونَهُ مَكتوبًا عِندَهُم فِي التَّوراةِ وَالإِنجيلِ يَأمُرُهُم بِالمَعروفِ وَيَنهاهُم عَنِ المُنكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّباتِ وَيُحَرِّمُ عَلَيهِمُ الخَبائِثَ وَيَضَعُ عَنهُم إِصرَهُم وَالأَغلالَ الَّتي كانَت عَلَيهِم ۚ فَالَّذينَ آمَنوا بِهِ وَعَزَّروهُ وَنَصَروهُ وَاتَّبَعُوا النّورَ الَّذي أُنزِلَ مَعَهُ ۙ أُولٰئِكَ هُمُ المُفلِحونَ

(Allahh, continuing to address Mūssā) “Those who follow the messenger who is a prophet and ‘Ummiyy’ (described as not a student of earlier scriptures) whom they shall find foretold in what they shall have of the Torah and ‘al-Injeel’. He shall command them towards what is known, and shall declare as forbidden to them what is abominable, and shall make lawful for them the satisfying things, and shall prohibit for them the impure things, and shall relieve them of their burdensome obligations and the (mental) constraints imposed upon them.” And therefore, they who believed in him, honored him, supported him, and followed the illumination that has been made accessible to him: Those are the productive ones.

বিস্ময়কর কোরআনঃ (আল্লাহ, মূসাকে বলা অব্যাহত রেখেছেন): “যারা সেই রাসূলকে অনুসরণ করে, যে একজন নবী এবং ‘উম্মি’ (যাকে পূর্ববর্তী গ্রন্থের ছাত্র হিসেবে বর্ণনা করা হয়নি), যাকে তারা তাদের কাছে থাকা তওরাত ও ‘ইনজিল’-এ পূর্বাভাস হিসেবে পাবে। সে তাদেরকে সুপরিচিত দিকে আহ্বান করবে এবং তাদের জন্য যা জঘন্য তা নিষিদ্ধ ঘোষণা করবে, তাদের জন্য যা তৃপ্তিদায়ক তা বৈধ করবে এবং যা অপবিত্র তা নিষিদ্ধ করবে। সে তাদের বোঝাদায়ক বাধ্যবাধকতা এবং (মানসিক) সীমাবদ্ধতাগুলো থেকে মুক্তি দেবে।”
এবং তাই, যারা তার প্রতি বিশ্বাস এনেছে, তাকে সম্মান করেছে, তাকে সমর্থন করেছে, এবং তার কাছে যে আলোকবর্তিকা উপলভ্য হয়েছে তা অনুসরণ করেছে: তারাই সার্থক ও ফলপ্রসূ।

মুহিউদ্দীন খানঃ সেসমস্ত লোক, যারা আনুগত্য অবলম্বন করে এ রসূলের, যিনি উম্মী নবী, যাঁর সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত তওরাত ও ইঞ্জিলে লেখা দেখতে পায়, তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎকর্ম থেকে; তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষনা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ এবং তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দীত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। সুতরাং যেসব লোক তাঁর উপর ঈমান এনেছে, তাঁর সাহচর্য অবলম্বন করেছে, তাঁকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্য সফলতা অর্জন করতে পেরেছে।

158

قُل يا أَيُّهَا النّاسُ إِنّي رَسولُ اللَّهِ إِلَيكُم جَميعًا الَّذي لَهُ مُلكُ السَّماواتِ وَالأَرضِ ۖ لا إِلٰهَ إِلّا هُوَ يُحيي وَيُميتُ ۖ فَآمِنوا بِاللَّهِ وَرَسولِهِ النَّبِيِّ الأُمِّيِّ الَّذي يُؤمِنُ بِاللَّهِ وَكَلِماتِهِ وَاتَّبِعوهُ لَعَلَّكُم تَهتَدونَ

Say: “O people! I am the messenger from Allahh to you, all! (From) He to whom belongs the sovereign dominance over the layers of understanding and the scripture. There is no deity except him. He revives and causes death. And thus, believe in Allahh and in the messenger who is a prophet and ‘Ummiyy’ (described as not a student of earlier scriptures) who believes in the supplications he dignified, and follow him perchance you shall achieve success in seeking guidance.

বিস্ময়কর কোরআনঃ বল: “হে মানুষ! আমি আল্লাহ্‌র পক্ষ থেকে তোমাদের সকলের জন্য প্রেরিত একজন রাসূল! তিনি সেই সত্তা, যিনি উপলব্ধির স্তর এবং কিতাবের ওপর সর্বাধিপত্যের অধিকারী। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি পুনরুজ্জীবিত করেন এবং মৃত্যু ঘটান। এবং তাই, আল্লাহ্‌র প্রতি এবং সেই রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, যে একজন নবী এবং ‘উম্মি’ (যাকে পূর্ববর্তী গ্রন্থের ছাত্র হিসেবে বর্ণনা করা হয়নি), যে তাঁর (আল্লাহর) সম্মানিত দোয়াগুলোর প্রতি বিশ্বাস রাখে, এবং তাকে অনুসরণ করো—সম্ভবত তোমরা সঠিক পথের দিশা পাবে।”

মুহিউদ্দীন খানঃ বলে দাও, হে মানব মন্ডলী। তোমাদের সবার প্রতি আমি আল্লাহ প্রেরিত রসূল, সমগ্র আসমান ও যমীনে তার রাজত্ব। একমাত্র তাঁকে ছাড়া আর কারো উপাসনা নয়। তিনি জীবন ও মৃত্যু দান করেন। সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর তাঁর প্রেরিত উম্মী নবীর উপর, যিনি বিশ্বাস রাখেন আল্লাহর এবং তাঁর সমস্ত কালামের উপর। তাঁর অনুসরণ কর যাতে সরল পথপ্রাপ্ত হতে পার।

159

وَمِن قَومِ موسىٰ أُمَّةٌ يَهدونَ بِالحَقِّ وَبِهِ يَعدِلونَ

And among the community of Mūssāis an organized community who pursues guidance in accordance with the truth, and are just in accordance with (the standards brought by) him (the messenger who is a prophet and ‘Ummiyy‘).

বিস্ময়কর কোরআনঃ এবং মূসার সম্প্রদায়ের মধ্যে একটি সংগঠিত দল রয়েছে, যারা সত্য অনুযায়ী পথনির্দেশ অনুসরণ করে এবং তার (সেই বার্তাবাহক যিনি একজন নবী এবং ‘উম্মি’) (দ্বারা আনা মানদণ্ড) অনুযায়ী ন্যায়পরায়ণ।

মুহিউদ্দীন খানঃ বস্তুতঃ মূসার সম্প্রদায়ে একটি দল রয়েছে যারা সত্যপথ নির্দেশ করে এবং সে মতেই বিচার করে থাকে।

166

فَلَمَّا عَتَوْا عَنْ مَّا نُهُوْا عَنْهُ قُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خَاسِـِٕيْنَ

So when they were insolent about that which they had been forbidden, we said to them, “Be parasitic (like) blood-sucking ticks, despised.”

বিস্ময়কর কোরআনঃ সুতরাং যখন তারা তাদের জন্য় নিষিদ্ধ বিষয়গুলোতে উদ্ধত হয়ে পড়েছিল, আমরা তাদের বলেছিলাম, “পরজীবী হও (যেমন) রক্তচোষা উকুনের মতো, ঘৃণ্য।”

মুহিউদ্দীন খানঃ তারপর যখন তারা এগিয়ে যেতে লাগল সে কর্মে যা থেকে তাদের বারণ করা হয়েছিল, তখন আমি নির্দেশ দিলাম যে, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও।

169

فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ وَّرِثُوا الْكِتٰبَ يَأْخُذُوْنَ عَرَضَ هٰذَا الْاَدْنٰى وَيَقُوْلُوْنَ سَيُغْفَرُ لَنَاۚ وَاِنْ يَّأْتِهِمْ عَرَضٌ مِّثْلُهٗ يَأْخُذُوْهُۗ اَلَمْ يُؤْخَذْ عَلَيْهِمْ مِّيْثَاقُ الْكِتٰبِ اَنْ لَّا يَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَقَّ وَدَرَسُوْا مَا فِيْهِۗ وَالدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّلَّذِيْنَ يَتَّقُوْنَۗ اَفَلَا تَعْقِلُوْنَ

And after them there was a succession (of communities of people) who inherited the message of the scripture, taking the lower shallow layer (i.e., the superficial understanding) of this one (i.e., this Qur’an), and they say: “We shall be forgiven!”. And if they come across a similar lower shallow layer (from a different claimed scripture), they will take it (too). Has not the covenant of the message of the scripture been taken (from them) upon them, that they should say concerning Allahh nothing but the Truth? And have they not sifted what is in it (the scripture)? But (they ignored that) the delayed, diligent abode (of understanding) is better for those who are disciplined. Do you not reason?

বিস্ময়কর কোরআনঃ আর তাদের পরে এসেছে এক (মানুষের সম্প্রদায়), যারা কিতাবের বার্তা উত্তরাধিকারসূত্রে পেয়েছে, কিন্তু তারা এটির (অর্থাৎ, কোরআনের) নিম্নতর ও অগভীর স্তর (অর্থাৎ, ভাসা-ভাসা বোঝাপড়া) গ্রহণ করেছে এবং বলেছে: “আমাদের ক্ষমা করা হবে!” এবং যদি তারা কোনো অনুরূপ নিম্নতর অগভীর স্তরের (অন্য কোনো দাবিকৃত কিতাব থেকে) মুখোমুখি হয়, তারা সেটিও গ্রহণ করবে।
(তাদের থেকে) কি কিতাবের বার্তার অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহ্‌ সম্পর্কে সত্য ব্যতীত কিছু বলবে না? এবং তারা কি এটি (অর্থাৎ কিতাবে) যা রয়েছে তা পরিশোধন করেনি? কিন্তু (তারা উপেক্ষা করেছে) যে বিলম্বিত, পরিশ্রমী বোঝাপড়ার আবাস প্রকৃতপক্ষে তাদের জন্যই ভালো, যারা সুশৃঙ্খল। তোমরা কি বিচারবুদ্ধি প্রয়োগ করো না?

মুহিউদ্দীন খানঃ তারপর তাদের পেছনে এসেছে কিছু অপদার্থ, যারা উত্তরাধিকারী হয়েছে কিতাবের; তারা নিকৃষ্ট পার্থিব উপকরণ আহরণ করছে এবং বলছে, আমাদের ক্ষমা করে দেয়া হবে। বস্তুতঃ এমনি ধরনের উপকরণ যদি আবারো তাদের সামনে উপস্থিত হয়, তবে তাও তুলে নেবে। তাদের কাছথেকে কিতাবে কি অঙ্গীকার নেয়া হয়নি যে, আল্লাহর প্রতি সত্য ছাড়া কিছু বলবে না? অথচ তারা সে সবই পাঠ করেছে, যা তাতে লেখা রয়েছে। বস্তুতঃ আখেরাতের আলয় ভীতদের জন্য উত্তম-তোমরা কি তা বোঝ না ?

170

وَالَّذِيْنَ يُمَسِّكُوْنَ بِالْكِتٰبِ وَاَقَامُوا الصَّلٰوةَۗ اِنَّا لَا نُضِيْعُ اَجْرَ الْمُصْلِحِيْنَ  

And those who provide the justification to hold on to the scripture and have restored “Salāt’: We do not waste the recompense of the reformers, toilers (in the divine lexicon).

বিস্ময়কর কোরআনঃ আর যারা কিতাবকে ধারণ করার ন্যায্যতা প্রদান করে এবং “সালাত” পুনঃপ্রতিষ্ঠা করেছে: আমরা সংস্কারক ও (পবিত্র অভিধানে) পরিশ্রমীদের প্রতিদান অপচয় করি না।

মুহিউদ্দীন খানঃ আর যেসব লোক সুদৃঢ়ভাবে কিতাবকে আঁকড়ে থাকে এবং নামায প্রতিষ্ঠা করে নিশ্চয়ই আমি বিনষ্ট করব না সৎকর্মীদের সওয়াব।

Daily Abrahamic Locution Duaa for 10th September, 2023

172

وَاِذْ اَخَذَ رَبُّكَ مِنْۢ بَنِيْٓ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّيَّتَهُمْ وَاَشْهَدَهُمْ عَلٰٓى اَنْفُسِهِمْۚ اَلَسْتُ بِرَبِّكُمْۗ قَالُوْا بَلٰىۛ شَهِدْنَا ۛاَنْ تَقُوْلُوْا يَوْمَ الْقِيٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِيْنَۙ

And (do they not recognize) when your lord took (i.e., accepted), from among the descendants of adam, from the (majority) group who follow the apparent (i.e., the erroneous, superficial understanding), (a group among) their progeny, and caused them (the group among their progeny) to testify against their selves (i.e., against the majority group from which they came): “Am I not your exclusive lord?” They (the group among their progeny) said: “Yes! We testify!”; lest you say at the time of (their) restoration:” We have been unaware of this (Qur’an’s ability to cause revivification).”

বিস্ময়কর কোরআনঃ আর (তারা কি স্বীকার করে না) যখন তোমার প্রভু আদমের বংশধরদের মধ্য থেকে (সাধারণ সংখ্যাগরিষ্ঠ, যারা বাহ্যিক বা ভ্রান্ত, ভাসা ভাসা বোঝাপড়া অনুসরণ করে) তাদের বংশধরদের একটি দলকে গ্রহণ করেছিলেন এবং তাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করেছিলেন (অর্থাৎ, সেই সংখ্যাগরিষ্ঠ দলের বিরুদ্ধে যেখান থেকে তারা এসেছে): “আমি কি তোমাদের একমাত্র প্রভু নই?” তারা (তাদের বংশধরের দল) বলেছিল: “হ্যাঁ! আমরা সাক্ষ্য দিচ্ছি!”; যাতে তোমরা পুনরুদ্ধারের সময় না বলো: “আমরা এ বিষয়ে (কোরআনের পুনর্জাগরণ ঘটানোর ক্ষমতা) অজ্ঞ ছিলাম।”

মুহিউদ্দীন খানঃ আর যখন তোমার পালনকর্তা বনী আদমের পৃষ্টদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন, আমি কি তোমাদের পালনকর্তা নই ? তারা বলল, অবশ্যই, আমরা অঙ্গীকার করছি। আবার না কেয়ামতের দিন বলতে শুরু কর যে, এ বিষয়টি আমাদের জানা ছিল না।

173

اَوْ تَقُوْلُوْٓا اِنَّمَآ اَشْرَكَ اٰبَاۤؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِّنْۢ بَعْدِهِمْۚ اَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُوْنَ

Or lest you say: “But (we are justified because) our forefathers have associated (with Allahh) before, and we were a progeny (in their footsteps, influenced) after them! Will you render us extinct due to what the nullifiers (of Allahh’s signs, before us) have done?”

বিস্ময়কর কোরআনঃ অথবা, যাতে তোমরা না বলো: “কিন্তু (আমরা ন্যায়সঙ্গত, কারণ) আমাদের পূর্বপুরুষগণ আমাদের আগে (আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করেছিল), এবং আমরা তাদের পরে (তাদের পদাঙ্ক অনুসরণ করে, তাদের প্রভাবিত) একটি প্রজন্ম হয়েছি! তাহলে কি আপনি আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবেন তাদের কর্মের জন্য, যারা (আমাদের আগে আল্লাহর নিদর্শনসমূহকে) বাতিল করেছে?”

মুহিউদ্দীন খানঃ অথবা বলতে শুরু কর যে, অংশীদারিত্বের প্রথা তো আমাদের বাপ-দাদারা উদ্ভাবন করেছিল আমাদের পূর্বেই। আর আমরা হলাম তাদের পশ্চাৎবর্তী সন্তান-সন্ততি। তাহলে কি সে কর্মের জন্য আমাদেরকে ধ্বংস করবেন, যা পথভ্রষ্টরা করেছে?

Abrahamic Locution Duaa for 23 February 2023

174

وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ وَلَعَلَّهُمْ يَرْجِعُوْنَ

And that’s how we divaricate the signs. And perchance they return (to their original mission)!

বিস্ময়কর কোরআনঃ আর এভাবেই আমরা নিদর্শনগুলোকে কৌণিক শাখাবিন্যাস করি। আর সম্ভবতঃ তারা (তাদের মূল মিশনে) ফিরে আসে!

মুহিউদ্দীন খানঃ বস্তুতঃ এভাবে আমি বিষয়সমূহ সবিস্তারে বর্ণনা করি, যাতে তারা ফিরে আসে।

175

وَاتلُ عَلَيهِم نَبَأَ الَّذي آتَيناهُ آياتِنا فَانسَلَخَ مِنها فَأَتبَعَهُ الشَّيطانُ فَكانَ مِنَ الغاوينَ

And recite upon them the foreknowledge about the one whom we allowed to learn our signs but he detached himself from them, and thus ‘Shaytan’ had him followed (in his own misguidance) and he became among those who appointed himself as an intermediary,

বিস্ময়কর কোরআনঃ এবং তাদের কাছে সেই পূর্বজ্ঞানটি পাঠ কর, যে ব্যক্তিকে আমরা আমাদের নিদর্শনসমূহ জানার সুযোগ দিয়েছিলাম, কিন্তু সে তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছিল, এবং ফলে ‘শয়তান’ তাকে অনুসরণ করল (তার নিজের পথভ্রষ্টতায়), এবং সে নিজেকে একজন মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করল,

মুহিউদ্দীন খানঃ আর আপনি তাদেরকে শুনিয়ে দিন, সে লোকের অবস্থা, যাকে আমি নিজের নিদর্শনসমূহ দান করেছিলাম, অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে। আর তার পেছনে লেগেছে শয়তান, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভূক্ত হয়ে পড়েছে।

নংসূরার নামমোট আয়াতঅনুবাদ করা হয়েছে
1আল- ফাতিহা77
2আল-বাকারা28664
3আল-ইমরান20056
4নিসা17632
5আল-মায়িদাহ12035
6আল-আনাম16535
7আল-আরাফ20662
8আল-আনফাল7511
9আত-তাওবাহ1298
10ইউনুস10925
11হুদ12325
12ইউসুফ111111
13আর-রাদ4310
14ইবরাহীম526
15আল-হিজর9918
16আন-নাহল12838
17বনি ইসরাইল11129
18আল-কাহফ11074
19মারিয়াম9853
20ত্বা হা13539
21আল-আম্বিয়া11239
22আল-হাজ্ব7811
23আল-মুমিনুন11832
24আন-নূর646
25আল-ফুরকান7744
26আশ-শুআরা22735
27আন-নমল9356
28আল-কাসাস8828
29আল-আনকাবুত6914
30আল-রুম6034
31লুকমান3424
32আস-সাজদাহ309
33আল-আহযাব7335
34আস-সাবা547
35আল-ফাতির4510
36ইয়া সিন8383
37আস-সাফফাত18252
38সোয়াদ8839
39আয-যুমার7533
40আল-মুমিন8520
41ফুসসিলাত5420
42আশ-শূরা539
43আয-যুখরুফ8935
44আদ-দুখান5919
45আল-জাসিয়াহ3712
46আল-আহকাফ3517
47মুহাম্মদ3813
48আল-ফাতহ299
49আল-হুজুরাত184
50ক্বাফ4524
51আয-যারিয়াত6017
52আত-তুর493
53আন-নাজম6262
54আল-ক্বমর5519
55আর-রাহমান7878
56আল-ওয়াকিয়াহ9696
57আল-হাদিদ297
58আল-মুজাদিলাহ222
59আল-হাশর243
60আল-মুমতাহানা132
61আস-সাফ146
62আল-জুমুআহ115
63আল-মুনাফিকুন111
64আত-তাগাবুন182
65আত-ত্বালাক121
66আত-তাহরীম126
67আল-মুলক308
68আল-ক্বলম528
69আল-হাক্ক্বাহ5219
70আল-মাআরিজ444
71নূহ286
72আল-জ্বিন2828
73মুযাম্মিল202
74মুদাসসির561
75আল-কিয়ামাহ4023
76আল-ইনসান3131
77আল-মুরসালাত5050
78আন-নাবা4040
79আন-নাযিয়াত463
80আবাসা4242
81আত-তাকবির2929
82আল-ইনফিতার1919
83আত-তাতফিক367
84আল-ইনশিকাক2525
85আল-বুরুজ222
86আত-তারিক1717
87আল-আলা190
88আল-গাশিয়াহ261
89আল-ফজর304
90আল-বালাদ207
91আশ-শামস1515
92আল-লাইল210
93আদ-দুহা111
94আল-ইনশিরাহ88
95আত-তীন81
96আল-আলাক1919
97আল-ক্বাদর55
98আল-বাইয়িনাহ83
99আল-যিলযাল88
100আল-আদিয়াত1111
101আল-কারিয়াহ110
102আত-তাকাছুর88
103আল-আসর30
104আল-হুমাযাহ99
105ফীল55
106আল-কুরাইশ41
107আল-মাউন70
108আল-কাওসার30
109আল-কাফিরুন60
110আন-নাসর30
111লাহাব55
112আল-ইখলাস40
113আল-ফালাক55
114আন-নাস66
  62362307